SCMS SCMS

এ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা-এস এস সি-২০২৩

শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ-

১) শিক্ষার্থীদের শিক্ষনফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণির পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি।
২) এ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই।
৩) মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে এ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
৪) এ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে, তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে।
৫) এ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে। তবে কাভার পৃষ্ঠায় নাম, শ্রেণি, রোল, বিষয় (সাবজেক্ট) ও এ্যাসাইনমেন্ট এর শিরোনাম/ধরণ স্পষ্টভাবে লিখতে হবে।
৬) প্রতি সপ্তাহের এ্যাসাইনমেন্ট Web Site: (www.dgghs.edu.bd) ও বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া থাকবে। কোন শিক্ষার্থী এ্যাসাইনমেন্টের কাজ ও মূল্যায়ন নির্দেশিকা সংগ্রহ করতে না পারলে সংশ্লিষ্ট শ্রেনী সঙ্গে যোগাযোগ করতে হবে।
৭) জমা দানের তারিখ ও সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অভিভাবক/প্রতিনিধি নির্ধারিত তারিখ ও সময়ে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে এসে এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কোন অবস্থাতেই শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হবে না। যে কোন অস্পষ্ট থাকলে স্ব স্ব শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হল।

অভিভাবকগণের প্রতি পরামর্শঃ

১) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা।
২) শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোন কোন ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরুপণ করা। তাই শিক্ষার্থী নিজে যাতে এ কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করা।
৩) শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।
৪) শিক্ষার্থী যেন সময়মত এ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যথাসময়ে জমা দেওয়া হয় তা নিশ্চিত করা।
৫) নোট বই, গাইড বই, বা অন্য কারও লেখা থেকে নকল করে এ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এ্যাসাইনমেন্ট তৈরির সময় যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয়, বা কারও লেখা নকল না করে তা লক্ষ্য রাখা।
৬) নির্দিষ্ট তারিখ ও সময় এ্যাসাইনমেন্ট স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে জমা দেয়া। (জমা দানের তারিখ ও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে।)

প্রত্যেক এ্যাসাইনমেন্ট এর উপরে কাভার পৃষ্ঠা দিতে হবে। কাভার পৃষ্ঠা এখান হতে ডাউনলোড করুন। (Click)

শ্রেণি অনুসারে এ্যাসাইনমেন্ট এর বিষয়

ক্রমিক নং এ্যাসাইনমেন্ট জমা দানের তারিখ ১০ম শ্রেণি/SSC-2023 এ্যাসাইনমেন্ট গ্রিড
১ম সপ্তাহ জমা দানের তারিখ ও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে। ডাউনলোড করুন
২য় সপ্তাহ জমা দানের তারিখ ও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে। ডাউনলোড করুন
৩য় সপ্তাহ জমা দানের তারিখও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে । ডাউনলোড করুন  ডাউনলোড করুন
৪র্থ সপ্তাহ জমা দানের তারিখও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে । ডউনলোড করুন  
৫ম  সপ্তাহ জমা দানের তারিখও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে । ডউনলোড করুন  
৬ষ্ঠ সপ্তাহ জমা দানের তারিখও সময় পরে SMS এর মাধ্যমে জানানো হবে । ডউনলোড করুন